শনিবার, ১২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

মেলবোর্নের ফাইনালে বৃষ্টির শঙ্কা

ক্রীড়া প্রতিবেদক

মেলবোর্ন আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল রবিবার মুষলধারায় বৃষ্টিপাত হবে। ভারী বর্ষণের পাশাপাশি বজ্রপাতও হতে পারে। বৃষ্টির সম্ভাবনা প্রায় শতভাগ। এতে করে আগামীকালের টি-২০ বিশ্বকাপের ফাইনাল বাধাগ্রস্ত হতে পারে পুরোপুরি। ফাইনাল গড়াতে পারে রিজার্ভ ডেতে। সেদিনও বৃষ্টি বাধা হতে পারে। এমন বৃষ্টিভাবাপন্ন আবহাওয়ার পরও ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় পাকিস্তান-ইংল্যান্ড একটি জমাটি ফাইনালের। ১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপের পর যেকোনো ফরম্যাটের ফাইনালে দুই দল ফের মুখোমুখি হচ্ছে। বাবর আজমের পাকিস্তান চাইছে ৩০ বছর আগের মেলবোর্নের ঐতিহাসিক ফাইনালের পুনরাবৃত্তি। জশ বাটলারের ইংল্যান্ড চাইছে এক যুগ পর ২০ ওভারের বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধার করতে। ইংল্যান্ড সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন। পাকিস্তান ২০০৯ সালের টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন। ইংল্যান্ড চ্যাম্পিয়ন ২০১০ সালের তৃতীয় আসরের।

সর্বশেষ আসরের সেমিফাইনালও খেলেছিল পাকিস্তান। হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে। শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। এবার আর ভুল করেনি পাকিস্তান। সেমিফাইনালে গত আসরের রানার্সআপ নিউজিল্যান্ড ৭ উইকেটে হারিয়ে ১৩ বছর পর ফাইনালে উঠেছে। আগামীকাল ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ ইংল্যান্ডও গত আসরে সেমিফাইনাল খেলেছিল। হেরেছিল নিউজিলান্ডের কাছে। এবার সেমিফাইনালে টেকটিক্যাল ক্রিকেট খেলে ফাইনালে উঠেছে। ১০ উইকেটের আকাশসমান ব্যবধানে হারিয়েছে ভারতকে। সিডনির বাউন্সি উইকেটে পাকিস্তানের বিপক্ষে লড়াই করতে পারেনি নিউজিল্যান্ড। পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৪ উইকেটে ১৫২ রান করে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ১০৫ রানের উদ্বোধনী জুটিতে ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান।

সর্বশেষ খবর