বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ব্রাজিলের অনুশীলনে ড্রোন

ক্রীড়া ডেস্ক

ব্রাজিলের অনুশীলনে ড্রোন

দুই দশক ধরে বিশ্বকাপ ট্রফি ঘরে নিতে পারেনি ব্রাজিল। পেলে, জিকো, কাফু, নেইমারের দল সেলেকাওরা ২০০২ সালের সর্বশেষ বিশ্বসেরা হয়েছিল। চার বছর আগে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়েছিলেন নেইমাররা। ২০১৪ সালে ঘরের মাঠে জার্মানির কাছে সেমিফাইনালে বিধ্বস্ত হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তিতের কোচিংয়ে এবার ষষ্ঠ ট্রফির সন্ধানে নামছে ব্রাজিল। ২০ নভেম্বর শুরু হচ্ছে ফুটবল মহাযজ্ঞের ২২তম আসর। ২৫ নভেম্বর ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। শিরোপা জিততে মরিয়া সেলেকাওরা অনুশীলন শুরু করেও দিয়েছে। অনুশীলনে নতুনত্ব রাখছেন কোচ তিতে। ব্যবহার করছেন ড্রোন। ২০১৮ সালেও ড্রোন ব্যবহার করেছিলেন তিতে। এবার ড্রোনের সাহায্যে উপর থেকে বল নিয়ন্ত্রণে আনার অনুশীলন করাচ্ছেন তিনি। প্যারিস থেকে এসেই যোগ দিয়েছেন দলের সবচেয়ে বড় তারকা নেইমার দ্য জুনিয়র। অনুশীলন করেছেন একদিন পর। তবে পুরোপুরি অনুশীলন করেননি প্রথমদিন। আধাঘণ্টা আগে উঠে গেছেন। কোচ তিতেও কিছু বলেননি দলের তারকা ফুটবলারকে। হয়তো ভ্রমণ ক্লান্তি জুড়াতেই নেইমারকে সুযোগ দিয়েছেন।

সর্বশেষ খবর