শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

সেই বলটির মূল্য ২৪ কোটি টাকা

ক্রীড়া প্রতিবেদক

সেই বলটির মূল্য ২৪ কোটি টাকা

১৯৮৬ সালে আর্জেন্টিনা দ্বিতীয় বারের মতো বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়। সেই থেকে দিয়াগো ম্যারাডোনা বনে যান মহানায়ক। তবে সেবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার সেই হাত দিয়ে গোল করা বল বিশ্ব ফুটবলের সবচেয়ে বিতর্কিত বিষয়গুলোর একটি। বিশ্বকাপ এলেই সেই বিতর্কিত গোল মনে করিয়ে দেয় সবাইকে। যে বলটি দিয়ে ম্যারাডোনা এই কা  ঘটিয়েছিলেন, সেটি বিক্রি হয়েছে বিপুল অঙ্কের বিনিময়ে। অ্যাজটিকা নামে ওই বলটি এতদিন তিউনিশিয়ার রেফারি আল বিন নামেবের কাছে ছিল। তিনি ১৯৮৬ সালে ওই ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন। কে এই বল কিনেছেন তার নাম প্রকাশ করা হয়নি। নিলামকারী সংস্থা জানিয়েছে, ম্যারাডোনার হাতে ছোঁয়া বলটি ২০ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় ২৪ কোটি ৪৩ লাখ টাকা। ওই ম্যাচে ম্যারাডোনা যে জার্সি পরে খেলেছিলেন তা বিক্রি হয়েছে ৬ মাস আগে।

সর্বশেষ খবর