শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ঝুঁকি নিয়ে খেলবেন সন

ক্রীড়া প্রতিবেদক

ঝুঁকি নিয়ে খেলবেন সন

টটেনহ্যাম হটস্পারের অন্যতম ভরসার নাম সন হিউং মিন। দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় তারকা ফুটবলার সন। এবারের বিশ্বকাপে কোরিয়ার জার্সি গায়ে খেলার সম্ভাবনা কমে এসেছিল। কিন্তু বিশ্বকাপ খেলার তাড়নায় অস্ত্রোপচার করে নিজেকে প্রস্তুত করে নেন। যদিও শঙ্কা রয়ে গেছে সন হিউং মিনের খেলার। তবে প্রিয় দেশের সমর্থকদের মনে হাসি ফোটাতে ঝুঁকি নিয়েই খেলবেন। বিশ্বকাপ খেলতে দক্ষিণ কোরিয়া ফুটবল দল এখন দোহায়। অনুশীলন করছে এশিয়ান পরাশক্তিরা। অনুশীলনের ফাঁকে মিডিয়ার মুখোমুখিতে সন বলেন, ‘ভক্তদের মুখে হাসি ফোটাতে যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি।’ সন আহত হন চলতি মাসে চ্যাম্পিয়ন্স লিগে মার্সেইয়ের বিপক্ষে ম্যাচে। টটেনহ্যাম ম্যাচটি জিতেছিল। জয়ের ম্যাচে প্রথমার্ধে বাঁ চোখে আঘাত পান তিনি।

কোরিয়ান অধিনায়ক খেলার কথা ভাবলেও ফিটনেসের বিষয় রয়েছে। তারপরও সমর্থকদের কথা মাথায় রেখে বলেন, ‘আমি ডাক্তার নই। তাই কখন খেলতে পারব তা বলা আমার পক্ষে কঠিন। পরিস্থিতি অনুযায়ী আমি যথাসাধ্য চেষ্টা করব। কিন্তু আমার পক্ষে বলা কঠিন  যে, আমি প্রতিটি ম্যাচ খেলব।’ কোরিয়ার বিশ্বকাপ মিশন শুরু ২৪ নভেম্বর উরুগুয়ে ম্যাচ দিয়ে।  

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর