কাতারের রাজধানী দোহায় বিশাল এলাকাজুড়ে দাঁড়িয়ে আছে আল সাদ ক্লাবের বিভিন্ন স্থাপনা। প্রায় ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার জসিম বিন হামাদ স্টেডিয়াম তাদের হোম গ্রাউন্ড। এর আশপাশে আরও দুটি মাঠ আছে ফ্যাসিলিটি ওয়ান এবং ফ্যাসিলিটি টু নামে। এ ছাড়া আছে ফুটবল মাঠের সাইজের দুটি ট্রেনিং গ্রাউন্ড। সেখানে প্রীতি ম্যাচ খেলে আল সাদ। আহমেদ বিন তাইমিয়া, তালহা বিন খালিদ আর উম্মে আল গারাদি স্ট্রিট…