শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ফাইনালে থাকতে চান দুই নারী রেফারি

ক্রীড়া প্রতিবেদক, কাতার থেকে

ফাইনালে থাকতে চান দুই নারী রেফারি

কাতার বিশ্বকাপে ইতিহাস গড়তে চলেছেন নারী রেফারি। প্রথমবারের মতো বিশ্বকাপের রেফারিদের তালিকায় স্থান পেয়েছেন ছয়জন। এদের মধ্যে তিনজন রেফারি এবং তিনজন সহকারী রেফারি। মূল রেফারি হিসেবে আছেন ফ্রান্সের স্টেফানি ফ্র্যাপার্ট, রুয়ান্ডার সেলিমা মুকানসাঙ্গা এবং জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা। সহকারী রেফারি হিসেবে আছেন যুক্তরাষ্ট্রের ক্যাথরিন নেসবিট। গতকাল রেফারিদের অনুশীলনে সেলিমা আর ক্যাথরিন জানালেন নিজেদের স্বপ্নের কথা। রুয়ান্ডার রেফারি সেলিমা বাংলাদেশ প্রতিদিন প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে বলেন, ‘বিশ্বকাপে রেফারি হিসেবে দায়িত্ব পালন করা স্বপ্নের মতো। আমি স্বপ্ন দেখি বিশ্বকাপের ফাইনালে রেফারির দায়িত্ব পালন করার। তবে আপাতত নিজের কাজটা শতভাগ দিয়ে করতে চাই।’ সহকারী রেফারি ক্যাথরিন বলেন, ‘প্রথমবার যখন বিশ্বকাপে রেফারি হওয়ার খবর পেয়েছি, আমি রুমের ভিতরে লাফিয়ে উঠেছিলাম। এটা ছিল আমার জন্য এক বড় প্রাপ্তি।’ ক্যাথরিনও আশায় আছেন, বিশ্বকাপের ফাইনালে রেফারি হিসেবে দায়িত্ব পালন করার।

 

সর্বশেষ খবর