বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ব্রাজিলকে সেরাটা দিতেই হবে

আর্জেন্টিনা প্রথম ম্যাচে হারবে কেউ ভাবেনি। সৌদি আরবের মতো দুর্বল প্রতিপক্ষ পিছিয়ে থেকেও স্মরণীয় জয় পেয়েছে। আজ বিশ্বকাপের মিশন শুরু করবে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রতিপক্ষ সার্বিয়া, যারা শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করতে জানে। সুতরাং শুরুতেই নেইমারদের চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। তবে ম্যাচে ব্রাজিলকে এগিয়ে রাখতে চাই। পাঁচবারের চ্যাম্পিয়নরা বিশ্বজয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে। কোচ তিতে সেভাবে দলকে সাজাবেন। আর্জেন্টিনা যেমন অতিরিক্ত মেসির ওপর নির্ভরশীল। ব্রাজিল কিন্তু ততটা নয়, নেইমার দলের বড় তারকা হলেও অন্যরাও বল কন্ট্রোলে রাখতে পারেন। ব্রাজিল ১৯৬৬ সালেই গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছিল। আমার মনে হয় এবার এত বড় অঘটন ঘটবে না। তবে গ্রুপপর্বে ব্রাজিলকে লড়তে হবে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে। সার্বিয়ার পর সুইজারল্যান্ড ও ক্যামেরুন কেউ কারোর চেয়ে কম নয়। তাই নক আউটপর্বে জায়গা করে নিতে হলে গ্রুপ ম্যাচেই ব্রাজিলকে সেরাটা দিতে হবে।

বিশ্বকাপে সার্বিয়া কখনো ফাইনালে যেতে পারেনি। তবে অতীত রেকর্ড খারাপও নয়। তিনবার কোয়ার্টার ফাইনাল খেলেছে তারা। কোচ দ্রাগান স্তয়কোভিচ বাছাইপর্বে শিষ্যদের দুর্দান্ত পারফরম্যান্স দেখেছেন।

সর্বশেষ খবর