শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ইংল্যান্ডের সামনে যুক্তরাষ্ট্র

হ্যারি কেইন, জুড বেলিংহাম, রাহিম স্টার্লিং, মার্কাস রাশফোর্ডরা যদি জয় পায়, তাহলে ‘সুপার সিক্সটিন’ বা সেরা ১৬ নিশ্চিত করবে

ক্রীড়া প্রতিবেদক

ইংল্যান্ডের সামনে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মাঠে নামছে ভয়ংকর ইংল্যান্ড। জিতলেই নিশ্চিত হতে পারে শেষ ষোলো। প্রথম ম্যাচে ইরানকে উড়িয়ে দিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছেন হ্যারি কেইনরা।

১৯৫০ সালে বিশ্বকাপে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। রিও ডি জেনিরো থেকে পাঠানো রিপোর্টটি তখন বিশ্বাস করেনি ইংল্যান্ডের মিডিয়া। পরে যখন সংবাদ সত্য মনে হলো, তখন থেকেই এটাকে বিশ্বকাপ ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় অঘটন বলা হচ্ছে। বিশ্বকাপে দুই দেশ ফের মুখোমুখি হচ্ছে আজ। বাংলাদেশ সময় রাত ১টায় দুই দেশ ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে। ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড প্রথম ম্যাচে ইরানকে ৬-২ গোলে বিধ্বস্ত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ১-১ গোলে ড্র করেছে ওয়েলসের সঙ্গে। আজ হ্যারি কেইন, জুড বেলিংহাম, রাহিম স্টার্লিং, মার্কাস রাশফোর্ডরা যদি জয় পায়, তাহলে ‘সুপার সিক্সটিন’ বা সেরা ১৬ নিশ্চিত করবে। কেইন বাহিনী আজ ফেবারিট হয়েই খেলতে নামবে। দুই দেশ এখন পর্যন্ত পরস্পরের বিপক্ষে ১১ বার মুখোমুখি হয়েছে। একবার জিতেছে যুক্তরাষ্ট্র। সেটা ৭২ বছর আগে ১৯৫০ বিশ্বকাপে। ৮ বার জিতেছে ইংল্যান্ড। ড্র একবার। সেটা আবার ২০১০ সালের বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকা ফুটবল বিশ্বকাপের ম্যাচটি ড্র হয়েছিল ১-১ গোলে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ইংল্যান্ডের সবচেয়ে বড় জয় ১০-০ গোলে।

সর্বশেষ খবর