শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

তামিমের নেতৃত্বেই ওয়ানডে দল

ক্রীড়া প্রতিবেদক

তামিমের নেতৃত্বেই ওয়ানডে দল

তিন ম্যাচ ও দুই টেস্ট খেলতে ১ ডিসেম্বর ঢাকায় পা রাখছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ভারতের সফর শুরু হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে। শুরুতে তিনটি ম্যাচের ভেন্যু ছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। নতুন শিডিউল অনুযায়ী ৪ ও ৭ ডিসেম্বর দুটি ওয়ানডে মিরপুরে এবং ১০ ডিসেম্বর তৃতীয় ওয়ানডে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রথম টেস্ট ১৪-১৮ ডিসেম্বর চট্টগ্রামে এবং দ্বিতীয় টেস্ট ২২-২৬ ডিসেম্বর মিরপুরে। ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ফিরেছেন টি-২০ ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। 

বাংলাদেশ স্কোয়াড

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহান।

সর্বশেষ খবর