শিরোনাম
রবিবার, ২৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

মরুর বুকে ‘ইউরো’ লড়াই

মরুর বুকে ‘ইউরো’ লড়াই

প্রথম ম্যাচে পেয়েছেন বিশাল জয়। তাই ফুরফুরে মেজাজেই আছে এনরিকের শিষ্যরা। দ্বিতীয় ম্যাচে জার্মানির বিপক্ষে জয় পেলেই স্পেনের নিশ্চিত হয়ে যাবে দ্বিতীয় রাউন্ডের টিকিট।

ফুটবলের উঠোনে স্পেন-জার্মানি লড়াইয়ের প্রতি বিশেষ আকর্ষণ থাকতেই হবে। এটা এমন এক লড়াই, বিশ্বকাপের সেমিফাইনাল কিংবা ফাইনালেই যা বেশি মানায়। যেমনটা হয়েছিল ২০১০ সালের বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকার সেই বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানিকে টিকি-টাকার জাদুতে মোহিত করে হারিয়েছিল স্পেন (১-০)। নতুন শতকে ফুটবল মাঠের অন্যতম সেরা লড়াই ছিল ওটা। আজ আবার স্পেন-জার্মানি লড়াই। সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের লড়াই। এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে দুই বিশ্ব চ্যাম্পিয়নের একমাত্র লড়াই। গ্রুপ পর্বে সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ। ই গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে দুই দলই। স্পেনের লক্ষ্য, নকআউট পর্ব নিশ্চিত করা। জার্মানির লক্ষ্য, বিশ্বকাপে টিকে থাকা। প্রথম ম্যাচে স্পেন ৭-০ গোলে হারিয়েছে কোস্টারিকাকে। অন্যদিকে জাপানের কাছে ২-১ গোলে হেরেছে জার্মানরা।

কাতারের রাজধানী দোহায় স্পেন-জার্মানি ম্যাচ ঘিরে বেশ উত্তেজনা বিরাজমান। এর যথেষ্ট কারণও আছে। এমনিতেই দুই দলের লড়াই মানেই বিশেষ আকর্ষণ। এ লড়াইয়ে এখন যোগ হয়েছে, জার্মানির টিকে থাকার লড়াই। জাপানের কাছে ২-১ গোলের হারে বিশ্বকাপ মিশন শুরু করা জার্মানি শঙ্কায় আছে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার। স্পেন-জার্মানি অতীতে বিশ্বকাপে মুখোমুখি হয়েছে চারবার। এর মধ্যে দুবার জিতেছে জার্মানরা। একবার স্পেন। একবার ড্র। সবমিলিয়ে দুই দলের লড়াই ২৫টি। এর মধ্যে জার্মানির জয় ৯টি। স্পেনের জয় ৮টি। বাকি আটটি ড্র।

স্পেনের কাছে আজ জার্মানি হারলেই তাদের বিদায় প্রায় নিশ্চিত। এর কারণ, তিন পয়েন্ট নিয়ে স্পেনের সমান্তরালে থাকা জাপান একটা পয়েন্ট পেলেই নকআউট পর্ব নিশ্চিত করে নিবে। আজ কোস্টারিকার মুখোমুখি হচ্ছে তারা। জার্মানিকে হারানো সামুরাই ব্লু খ্যাত জাপান আজ কোস্টারিকার বিপক্ষে একটা পয়েন্ট পেতেই পারে! এমনটা হলে স্পেন ও কোস্টারিকার বিপক্ষে জয়ের কোনো বিকল্পই থাকবে না জার্মানদের। এই কারণেই আজ স্পেন-জার্মানি ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ চলছে অন্য যে কোনো সময়ের তুলনায় একটু বেশিই।

গতকাল সংবাদ সম্মেলনে জার্মান কোচ হ্যান্সি ফ্লিক এলেন বেশ আত্মবিশ্বাসের সঙ্গে। জাপান ম্যাচে পরাজয়টা যেন তার মনের পর্দায় কোনো দাগই কাটতে পারেনি! তিনি এসেই বললেন, ‘আমরা পরের ম্যাচটা নিয়ে ভাবছি। অতীত নিয়ে কিছু বলতে চাই না। নিজেদের উপর আস্থা রাখছি। সামনের ম্যাচের প্রতিপক্ষকে (স্পেন) নিয়ে বিশ্লেষণ করছি। আশা করি, নিজেদের খেলাটা উপহার দিয়ে ম্যাচটা জিততে পারব।’ জার্মানি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে আক্ষরিক অর্থেই নিজেদের খেলাটা খেলতে পারেনি। বর্তমান ফুটবলের বেশ কজন সেরা তারকা আছে তাদের। কাই হ্যাভার্টজ, ইকে গুন্ডোগান, জশুয়া কিমিখ, লেরয় সানেদের পাশাপাশি অভিজ্ঞ থমাস মুলার, মারিও গোটশেরা আছেন। গোলবারের সামনে আছেন বর্তমানের সেরা ম্যানুয়েল নিউয়ার। এমন এক দলের খেলা সত্যিই ভালো হয়নি জাপানের বিপক্ষে। সেই ম্যাচে দেখা যায় জার্মানদের রোবোটিক কাউন্টার আক্রমণ। দেখা যায়নি নিখুঁত লং পাসের ফুলঝুড়ি। দেখা যায়নি গতি। স্পেনের বিপক্ষে এসব নিয়েই নাকি মাঠে নামবে জার্মানরা। যেই স্পেন টিকি-টাকার ফুটবলের সৌন্দর্য্য নতুন করে ফিরিয়ে আনছে বিশ্বকাপের মাঠে।

ফুটবলে কোস্টারিকা মানে-গুণে, ফিফা র‌্যাঙ্কিংয়ে খুব যে পিছিয়ে তা বলার উপায় নেই। স্পেন ৭ নম্বরে, কোস্টারিকা ৩১ নম্বরে। কিন্তু ই গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকাকে ঠিক তলানির দল বানিয়ে দিল স্পেন! বল দখলে রাখল ৮২ ভাগ সময়।

 

 

বাঁচা-মরার লড়াই সামনে রেখে রাতে মাঠে নামছে জার্মানি। হারলেই বিদায় নিতে হবে গ্রুপ পর্ব থেকে। জয়ের বিকল্প নেই। ড্র করলে হয়তো ঝুলে থাকবে দ্বিতীয় রাউন্ডের আশা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর