গাঢ় নীল রঙের জার্সি। নীল যে বেদনার রং। এমন নীল জার্সিতে আগে কখনো দেখা যায়নি আর্জেন্টিনাকে। এদিকে প্রথমার্ধেই পেনাল্টি মিস করলেন স্বয়ং লিওনেল মেসি। তবে বেদনায় নীল হতেই এমন জার্সি... না! মোটেও না। ম্যাচ শেষে ‘নীল’ হয়ে গেল উৎসবের রং। মরূদ্যানে আর্জেন্টিনার ‘নীল’ রোমাঞ্চ। বিশ্বসেরা তারকা রবার্ট লেবানডস্কির পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে সেকেন্ড রাউন্ড…