বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ইংলিশ ডার্বিতে ইংল্যান্ডের দাপট

ক্রীড়া ডেস্ক

ইংলিশ ডার্বিতে ইংল্যান্ডের দাপট

দুই ম্যাচে ৪ পয়েন্ট পাওয়ায় ইংল্যান্ডের নকআউট পর্ব অনেকটা নিশ্চিত ছিল। তবে সমীকরণ যা ছিল তাতে নিশ্চিত ছিল না কারোরই অবস্থান। শেষ পর্যন্ত অপ্রত্যাশিত কিছু ঘটেনি। ওয়েলসকে হারিয়ে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েই ইংল্যান্ড নকআউট পর্বে জায়গা কর নিল।

৩ ডিসেম্বর প্রথম প্রি-কোয়ার্টার ফাইনালে ইংরেজরা লড়বেন ‘এ’ গ্রুপের রানার্স আপ আফ্রিকার সেনেগালের বিপক্ষে। মঙ্গলবারের ম্যাচে বেলের ওয়েলস পাত্তাই পায়নি হ্যারি কেইনদের কাছে। আহমেদ বিন আলি স্টেডিয়ামে তারা ৩-০ গোলে জয় পেয়েছে। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে এক তরফা আক্রমণ চালায় ইংল্যান্ড। ৬০ মিনিটে মার্কাস রাসফোর্ড ফ্রি কিকে বাম কোণা দিয়ে বল জালে পাঠান। ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফিল ফোডেন। ৬৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন। এই হারের ৬৮ বছর পর বিশ্বকাপে খেলতে আসা ওয়েলস ১ পয়েন্ট নিয়ে বিদায় নিল। সেই সঙ্গে বেলের শেষ বিশ্বকাপটা খেলে ফেললেন।

সর্বশেষ খবর