স্ট্যাম্পের ওপর বল করলেন রবিচন্দ্রন অশ্বিন। লং অন দিয়ে উড়িয়ে মারলেন মুমিনুল হক। বিশাল ছক্কা। ক্যারিশম্যাটিক এক শট। এই ম্যাচে মুমিনুল হক যে কতটা আত্মবিশ্বাসী তার এই শটেই বোঝা যাচ্ছিল। কিন্তু অন্য প্রান্তে একের পর এক উইকেট পতনের পর নিজের মনোসংযোগও আর ধরে রাখতে পারলেন না বাংলার ব্যাডম্যান খ্যাত এই ব্যাটসম্যান। সেঞ্চুরি দিয়ে প্রত্যাবর্তনটা রাঙিয়ে দেওয়ার দারুণ একটা সুযোগ ছিল।…