রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

আবাহনীর জয়ের দিনে মোহামেডানের ড্র

ক্রীড়া প্রতিবেদক

ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান এবার বসুন্ধরা গ্রুপ পেশাদার  লিগে শুরুটা করেছিল জয়ে। মুক্তিযোদ্ধাকে ২-০ গোলে হারায় তারা। ধারাবাহিকতা ধরে রাখতে পারল না সাদা-কালো শিবির। গতকাল ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত অ্যাওয়ে ম্যাচে তারা পুলিশের সঙ্গে গোল শূন্য ড্র করে। আক্রমণ আর পাল্টা আক্রমণ হলেও কেউ গোলের দেখা পায়নি। দু’দলেরই দুই ম্যাচে পয়েন্ট এখন চার। পুলিশ প্রথম ম্যাচে ২-১ গোলে শেখ রাসেলকে হারায়।

অন্যদিকে প্রথম ম্যাচে নবাগত ফর্টিস লিমিটেডের বিপক্ষে ১-১ গোলে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে জয়ের মুখ দেখেছে ঢাকা আবাহনী। গতকাল মুন্সিগঞ্জ শহীদ বীর শ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ২-১ গোলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে পরাজিত করে। ১০ মিনিটে কোস্টারিকার ড্যানিয়েল কলিনড্রেসের গোলে এগিয়ে যায় আবাহনী। প্রথমার্ধের ৪৫ মিনিটে আবাহনীর সোহেল রানাকে লালকার্ড দেখান রেফারি। দ্বিতীয়ার্ধে ১৫ মিনিটে ম্যাচে সমতা ফেরান রহমতগঞ্জের মরিস। এর ১৩ মিনিট পরই ডাবল হলুদ কার্ড পাওয়ায় মাঠ থেকে বহিষ্কৃত হন রহমতগঞ্জের নয়ন। বাকি সময়ে দু’দল ১০ জন নিয়ে খেললেও  মিরাজের গোলে আবাহনী জিতে যায়। দুই খেলায় আবাহনীর ৪ ও রহমতগঞ্জের সংগ্রহ ১ পয়েন্ট। ৩০ ডিসেম্বর থেকে লিগের দ্বিতীয় রাউন্ড শুরু হবে।

সর্বশেষ খবর