বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

২০ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন স্টোকস-বাটলাররা

ক্রীড়া প্রতিবেদক

৩টি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলবে বেন স্টোকস ও জশ বাটলারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। সীমিত ওভারের ম্যাচগুলো খেলতে ওয়ানডে ও টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ঢাকায় পা রাখছে ২০ ফেব্রুয়ারি। সফরে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে দেশটি। প্রস্তুতি ম্যাচ দুটি ২৪ ও ২৬ ফেব্রুয়ারি। ভেন্যু ও প্রতিপক্ষ এবং ফরম্যাট এখনো চূড়ান্ত হয়নি। ইংলিশদের সফর শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে। সিরিজের প্রথম দুটি ম্যাচ ১ ও ৩ মার্চ। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই- বাংলা জাতীয় স্টেডিয়ামে। ৬ মার্চ তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দুই দলই ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলবে সরাসরি। প্রথম টি-২০ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ৯ মার্চ। ১২ ও ১৪ মার্চ দ্বিতীয় ও তৃতীয় টি-২০ ম্যাচের ভেন্যু মিরপুর। ইংল্যান্ড সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল ২০১৬ সালে। সেবার ইংল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। ২০১৪ সালের পর ঘরের মাঠে ১৪টি ওয়ানডে সিরিজ খেলে একটিতে মাত্র হেরেছে টাইগাররা এবং সেটিই ছিল ইংলিশদের বিপক্ষে ২০১৬ সালে।

সর্বশেষ খবর