রবিবার, ১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

উইজডেনের বর্ষসেরা একাদশে মিরাজ

ক্রীড়া প্রতিবেদক

উইজডেনের বর্ষসেরা একাদশে মিরাজ

২০২২ সালের পারফরম্যান্স বিবেচনা করে ওয়ানডে ক্রিকেটে বর্ষসেরা দল গড়েছে উইজডেন। ১ জানুয়ারি ২০২২ থেকে ৩১ ডিসেম্বর ক্রিকেটারদের পারফরম্যান্স বিচার করে দল সাজিয়েছেন উইজডেন ডটকমের লেখকরা। এই একাদশে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। একাদশে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের দুজন করে ক্রিকেটার রয়েছেন। অধিনায়ক রাখা হয়েছে পাকিস্তানের বাবর আজমকে। জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে রাখা হয়েছে দ্বাদশ খেলোয়াড় হিসেবে।

 

যারা সুযোগ পেলেন ওয়ানডে একাদশে

ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)

ইমাম উল হক (পাকিস্তান)

বাবর আজম (পাকিস্তান)

শ্রেয়াস আয়ার (ভারত)

টম ল্যাথাম (নিউজিল্যান্ড, উইকেটরক্ষক)

ডার ডাসেন (দক্ষিণ আফ্রিকা)

মেহেদী হাসান মিরাজ (বাংলাদেশ)

আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ)

মোহাম্মদ সিরাজ (ভারত)

অ্যাডাম জ্যাম্পা (অস্ট্রেলিয়া)

ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)

সর্বশেষ খবর