সেঞ্চুরি করতে তামিম ইকবালের দরকার ছিল মাত্র ৫ রান। হাতে বল ছিল ৬টি। শেষ ওভারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক বল তুলে দেন অফ স্পিনার মোসাদ্দেক সৈকতের হাতে। বিপিএলে তামিম প্রতিপক্ষ। কিন্তু জাতীয় দলের সতীর্থ। তামিম সম্পর্কে খুব ভালো ধারণা রাখেন মোসাদ্দেক। বল হাতে নিয়ে ফিল্ডিং সাজান বাঁ হাতি ওপেনারের জন্য। বল করেন ‘ওভার দ্য উইকেটে’। সাধারণত বোলিং করেন রাউন্ড…