বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

৪৭ বছর পর নিউক্যাসল

ক্রীড়া ডেস্ক

৪৭ বছর পর নিউক্যাসল

ইংলিশ ক্লাব ফুটবলে এক সময় বেশ দাপট ছিল নিউক্যাসল ইউনাইটেডের। গত শতকের শুরুর দিকে তারা নিয়মিতই লিগ শিরোপা জয় করত। চারবার ইংলিশ লিগের শিরোপা ঘরে তুলেছে তারা। সে সময় এফএ কাপের শিরোপাও জিতেছে বেশ কয়েকবার। তবে ১৯৫৫ সালের পর বড় কোনো ট্রফি নেই তাদের। টেক্সাকো কাপ নামে একটা ট্রফি জিতেছে ১৯৭৪ ও ১৯৭৫ সালে। সেকেন্ড ডিভিশন জয় করেছে ২০১০ ও ২০১৭ সালে। এই দলটাই এবার দুর্দান্ত খেলছে। ইংলিশ প্রিমিয়ার লিগে আছে তিন নম্বরে। ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট সংগ্রহ করেছে তারা লিগে। এবার লিগ কাপে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে দলটা। ৪৭ বছর পর লিগ কাপের ফাইনাল নিশ্চিত করেছে নিউক্যাসল। মঙ্গলবার সেমিফাইনালের দ্বিতীয় লেগে সাউদ্যাম্পটনকে ২-১ গোলে হারিয়েছে তারা। প্রথম লেগে নিউক্যাসল জয় পেয়েছিল ১-০ গোলে। এই জয়ে ৪৭ বছর পর লিগ কাপের ফাইনাল নিশ্চিত করল নিউক্যাসল। ১৯৭৫-৭৬ মৌসুমে লিগ কাপে নিজেদের একমাত্র ফাইনাল খেলেছে তারা। সেবার ফাইনালে ম্যানসিটির কাছে ২-১ গোলে হেরে শিরোপাবঞ্চিত হয় দলটা। এবার ফাইনালে নিউক্যাসলের সামনে থাকতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড। সেমিফাইনালের প্রথম লেগে তারা ৩-০ গোলে হারিয়েছে নটিংহ্যাম ফরেস্টকে। দ্বিতীয় লেগে গত রাতে মুখোমুখি হয়েছে দুদল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর