বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

নারী সাফ খেলতে তিন দেশ ঢাকায়

ক্রীড়া প্রতিবেদক

নারী সাফ খেলতে তিন দেশ ঢাকায়

ঢাকায় নেপালের অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল

অনূর্ধ্ব-২০ নারী সাফ খেলতে ঢাকায় এসেছে ভারত, নেপাল ও ভুটান। মঙ্গলবার গভীর রাতে ঢাকায় এসেছে ভুটানের মেয়েরা। গতকাল এসেছে নেপাল ও ভারতের মেয়েরা। স্বাগতিক বাংলাদেশসহ চার দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। ৩-৯ ফেব্রুয়ারি কমলাপুরে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। গত বছর ভারতের জামশেদপুরে অনুষ্ঠিত হয় মেয়েদের অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপ। সেই আসরে তিনটি দল অংশ নেয়। বাংলাদেশের মেয়েরা সমান পয়েন্ট সংগ্রহ করেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় শিরোপাবঞ্চিত হয়। চ্যাম্পিয়ন হয় ভারতের মেয়েরা। সাফের বয়সভিত্তিক এই টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে দুবার। ২০১৮ সালে ভুটানে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশের মেয়েরা ১-০ গোলে পরাজিত করে নেপালকে। ২০২১ সালে নিজেদের মাটিতে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ সাফ জয় করে বাংলাদেশের মেয়েরা। এবারেও কী পারবে তারা!

সর্বশেষ খবর