শুক্রবার, ৩ মার্চ, ২০২৩ ০০:০০ টা

শক্তিশালী দল গড়েছে আবাহনী-মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক

চলছে বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ। বুধবার লড়াই করে প্রথম ওয়ানডে হেরেছে টাইগাররা। আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডে। সিরিজের মাঝেই চলছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের দল-বদল। দুই দিনব্যাপী দল-বদলে গতকাল গুছিয়ে নিয়েছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের সবচেয়ে সফল দল আবাহনী। জাতীয় দলের পেসার তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে। নিয়েছে গত প্রিমিয়ার ক্রিকেটে ১১৩৮ রান করে বিস্ময়ের জন্ম দেওয়া এনামুল হক বিজয়। দলটিতে রয়েছে মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, নাজমুুল হোসেন শান্ত, মাহামুদুল হাসান জয়, নাঈম শেখ, মোহাম্মদ সাইফুদ্দিনরা। মোহামেডান নিয়েছে দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান, সৌম্য সরকার, রনি তালুকদার, আব্দুল মজিদ, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, শুভাগত হোম, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, রবিউল মিয়া, কামরুল ইসলাম রাব্বি, নাজমুল অপু, এনামুল হক জুনিয়র, সৈয়দ খালেদ, আবু জাহেদ রাহি, রুয়েল মিয়া, মুশফিকদের। অবশ্য আবাহনী চেষ্টা করেছিল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে দলভুক্ত করতে। কিন্তু সাকিব শেষ মুহূর্তে মোহামেডানেই রয়ে গেছেন। গত আসরের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব রেখে দিয়েছে নুরুল হাসান সোহানকে। দলে ভিড়িয়েছে জাতীয় দলে প্রথমবারের মতো সুযোগ পাওয়া  তৌহিদ হৃদয়কে। গতকাল ও আজ দুদিন প্রিমিয়ার ক্রিকেটের দল-বদল। ১২ দলের লিগ শুরু হবে ১৫ মার্চ। রোজার আগেই লিগ পর্ব শেষ করার পরিকল্পনা রয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম)। ৬ দলের সুপার লিগ শুরু হবে রোজার ঈদের পর। খেলাগুলো হবে নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়ামে ও বিকেএসপিতে। লিগে প্রতিটি দল একজন করে বিদেশি খেলাতে পারবে। তবে বিদেশি ক্রিকেটারের নির্দিষ্ট সংখ্যা নেই রেজিস্ট্রেশনের জন্য।

সর্বশেষ খবর