মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ

বসুন্ধরা কিংসের সেমিতে ওঠার লড়াই

ক্রীড়া প্রতিবেদক

দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে ঘরোয়া ফুটবল মাঠে গড়াচ্ছে। বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপের নকআউট পর্ব দিয়ে এ যাত্রা। বসুন্ধরা কিংস সেমিতে ওঠার পথে আজ মুখোমুখি হবে মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্রের বিপক্ষে। মুন্সীগঞ্জ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হবে সোয়া ৩টায়। ১১ এপ্রিল গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি  স্টেডিয়ামে ঢাকা আবাহনী দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে। ১৮ এপ্রিল মে ঢাকা মোহামেডান তৃতীয় কোয়ার্টারে লড়বে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে। ম্যাচটি হবে কুমিল্লা শহীদ বীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে। ২ মে শেখ রাসেল ক্রীড়াচক্র ও রহমতগঞ্জের সেমিতে ওঠার লড়াই। মুন্সীগঞ্জে ম্যাচটি হবে।

সেমিফাইনালে প্রথম কোয়ার্টার ফাইনালে বিজয়ী দল খেলবে তৃতীয় কোয়ার্টার ফাইনালের জয়ী দলের সঙ্গে। দ্বিতীয় সেমিফাইনালে দ্বিতীয় ও চতুর্থ কোয়ার্টার ফাইনালে জয়ী দল লড়বে। ৯ ও ১৬ মে দুটি সেমিফাইনাল। ৩০ মে টুর্নামেন্টের ফাইনাল। এদিকে ৭ এপ্রিল থেকে পেশাদার লিগের দ্বিতীয় লেগ শুরু হবে।

 

 

সর্বশেষ খবর