মঙ্গলবার, ৬ জুন, ২০২৩ ০০:০০ টা

কিংস অ্যারিনায় বাংলাদেশের অনুশীলন

ক্রীড়া প্রতিবেদক

কিংস অ্যারিনায় বাংলাদেশের অনুশীলন

চলতি মাসেই শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল। প্রাথমিক দল ঘোষণা হয় আগেই। কিন্তু জাতীয় দল কোথায় অনুশীলন করবে তা ঠিক করা যাচ্ছিল না। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজ চলছে। কমলাপুর স্টেডিয়ামে টার্ফের যাচ্ছে তাই অবস্থা। বিকেএসপিতে করবে তাও অনুমতি নেই। ঢাকার বাইরে তো সম্ভব নয়। শেষ পর্যন্ত দেশের ফুটবলের বৃহত্তর স্বার্থের কথা ভেবে বসুন্ধরা গ্রুপই এগিয়ে আসে। বাফুফে চাওয়া মাত্র অনুমতি দিয়ে দেয়। গতকাল থেকে দেশের সেরা ফুটবল ভেন্যু কিংস অ্যারিনায় মনোরম পরিবেশে অনুশীলন শুরু হয়েছে। কোচ হাভিয়ের কাবরেরা বলেন, এ মাঠই ছিল ফাস্ট চয়েস। এখানে দারুণ পরিবেশে ছেলেদের অনুশীলন করাতে পারব।

অনুশীলনের প্রথম দিনে কিংস অ্যারিনায় এসেছিলেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। খেলোয়াড়দের উৎসাহ দিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, দলটি আমার পছন্দ হয়েছে। এরা ভালো কিছু করবে আশা রাখি। কোচ পারফরম্যান্স দেখেই চূড়ান্ত দল গড়বেন। এখানে আমি বা অন্য কেউ নাক গলাব না। কোচের সব সিদ্ধান্তই চূড়ান্ত।

সর্বশেষ খবর