তামিম ইকবাল ওয়ানডে নেতৃত্ব ছেড়েছেন এক সপ্তাহ হয়ে গেছে। এ সাত দিন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দল অধিনায়কশূন্য। কোর্টে বল থাকার পরও অধিনায়ক নির্বাচন করতে পারেনি বিসিবি। তামিমের সরে দাঁড়ানোর পঞ্চম দিনের মাথায় জরুরি সভা করে পরিচালনা পর্ষদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে দায়িত্ব তুলে দেয় অধিনায়ক নির্বাচনে। এরপর আরও দুই দিন পেরিয়েছে। এখনো কোনো সিদ্ধান্তে উপনীত হননি তিনি। অথচ…