আবহাওয়ার আগাম সংকেত ছিল বৃষ্টি হবে। বৃষ্টি না হলেও কালো মেঘে ছেয়ে থাকবে ক্যান্ডির আকাশ। পাল্লেকেলে স্টেডিয়ামের আকাশে মেঘ ছিল। কিন্তু সেই মেঘ বাধা হয়নি বাংলাদেশের ব্যাটিংয়ে। বরং টাইগার ব্যাটাররা নিজেরাই কালো মেঘে ভীত হয়ে খোলসে ঢুকে পড়েন। সাকিব, নাঈম, তানজিদ, মুশফিকরা ব্যাটিং উইকেটে এতটাই বাজে ব্যাটিং করেন যে, দুই অঙ্কের রান করতে পারেননি ৭ ব্যাটার। শ্রীলঙ্কান বোলারদের সমীহ…