আনুষ্ঠানিকভাবে পর্দা উঠার আগেই প্যারিস অলিম্পিকে প্রথম বিশ্ব রেকর্ড গড়া হয়ে গেল। আজ বর্ণাঢ্য অনুষ্ঠান দিয়ে দুনিয়া কাঁপানো গেমসের পর্দা উঠবে। ক্রীড়াবিদদের রেকর্ড ভাঙা আর গড়ার মাধ্যমে গেমস জমে উঠবে এ নিয়ে সংশয় নেই। তবে তার আগে ফুটবল ও রাগবি শুরু হয়ে গেছে। গতকাল থেকে গড়িয়েছে আর্চারি পর্ব। নারী রিকার্ভ একক ইভেন্টে প্রথম দিনেই ৬৯৪ পয়েন্ট পেয়ে রেকর্ড গড়েন দক্ষিণ কোরিয়ার লিম শিহন। ভেঙে ফেলেন ২০২০ টোকিও অলিম্পিকে আনসানের ৬৮০ ও ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়ন শিপে কাং চেইয়োংয়ের ৬৯২ পয়েন্টের আগের বিশ্ব রেকর্ড।
দলগত বিভাগেও একটি রেকর্ড গড়েছে দক্ষিণ কোরিয়া। ২ হাজার ৪৬ পয়েন্ট তুলে নিজেদের অলিম্পিক রেকর্ড গড়েছে তারা। র্যাঙ্কিং রাউন্ডেই বিশ্ব রেকর্ড গড়ায় লিম শিহন আর্চারিতে অলিম্পিক সেরা হবেন তা ধরে নেওয়া হচ্ছে।
আর্চারি ছাড়া বাংলাদেশ শুটিং, সাঁতার ও অ্যাথলেটিকসে অংশ নেবে। কারোই পদক জয় সম্ভাবনা নেই বললেই চলে। পারফরম্যান্স কতটুকু উন্নতি হয় সেদিকে চোখ থাকবে ক্রীড়াবিদদের। ১৯৮৪ সাল থেকেই তা হয়ে আসছে।