চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল শুরু হয়েছে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। এতে অংশ নেয় লাল ও সবুজ দল। এ ম্যাচে অংশ নেয়নি জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার। গতকাল ঢাকা থেকে চট্টগ্রামে পা রাখেন লিটন দাস, হাসান মাহমুদ, সৌম্য সরকার, রিশাদ হোসেন, তানজিম হাসান, তানভীর ইসলাম, মোসাদ্দেক হোসেন ও জাকের আলী। চিকিৎসার জন্য ব্যাংকক গেছেন বলে ক্যাম্পে যোগ দেননি টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গলার সমস্যায় অনেক দিন ধরে ভুগছেন তিনি। এবার চিকিৎসার জন্য থাইল্যান্ড গেছেন টাইগার অধিনায়ক।
চিকিৎসার জন্য ঢাকা ছাড়ার বিষয়টি চিকিৎসক দেবাশীষ চৌধুরী নিশ্চিত করেন। তিনি বলেন, ‘কয়েক দিনের জন্য সে থাইল্যান্ডে গেছে। এটা ব্যক্তিগত সফর। তার গলায় সমস্যা ছিল। খেলা-সংক্রান্ত কোনো চোটের জন্য নয়।’ গতকাল লাল দল আগে ব্যাটিং করে ৪৫.২ ওভারে ১৩১ রানে অলআউট হয়। মুশফিকুর রহিম ৮৪ বলে সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেন। সবুজ দলের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন। পেসার সৈয়দ খালেদ আহমেদ নেন ৩ উইকেট। জবাবে ৩৮ ওভারে ৪ উইকেটে ১৪৬ রান করে সবুজ দল। মুমিনুল হক সর্বোচ্চ ৪৭ রানে অপরাজিত রয়েছেন।