জয়পরাজয় নয়, তার পরও অলিম্পিক গেমসে ইতিহাস গড়ুলেন অস্ট্রেলিয়ার এক ক্রীড়াবিদ। অস্ট্রেলিয়া হকি খেলোয়াড়ু ম্যাট ভসন সে ইতিহাস লিখে ফেললেন; যা বিশ্বকে অবাক করে দিয়েছে। অলিম্পিকে খেলার জন্য নিজের আঙুল কেটে ফেলেছেন। আঙুলে চোট পেয়েছিলেন সপ্তাহ দুয়েক আগে। ভেঙে যায় আঙুল। প্রয়োজন পড়ে অস্ত্রোপচারের। কিন্তু এ প্রক্রিয়ায় তার সুস্থ হতে কম করে হলেও দেড়ু সপ্তাহ লাগবে। এ অবস্থায় তিনি কোনোভাবেই প্যারিস অলিম্পিকে হাতে স্টিক নিয়ে মাঠে নামতে পারবেন না। ম্যাট ভসন তা মানতে নারাজ। চিকিৎসকের কাছে জানতে চাইলেন অস্ত্রোপচার ছাড়া বিকল্প পথ কী? বলা হলো আঙুল কেটে ফেলতে হবে। তাতেই রাজি হয়ে গেলেন ভসন। শেষ পর্যন্ত সত্যি সত্যি চোট পাওয়া আঙুলটি কেটেই ফেললেন; যা বিশ্ব ক্রীড়াঙ্গনে বিরল। চিকিৎসকরা বারবার তাকে না করলেও ভসন শোনেননি। বলেছেন, ‘সম্ভবত এটাই আমার শেষ অলিম্পিক। অস্ট্রেলিয়ার জার্সি পরে প্যারিসে নামতে চাই।’ চিকিৎসকরা আর কী করবেন? শেষ পর্যন্ত তার আঙুলে ছুরি চালাতে বাধ্য হলেন।