প্যারিস অ্যালিম্পিক গেমসে পুরুষ ফুটবল ইভেন্টে আর্জেন্টিনার শুরু হয়েছিল মরক্কোর কাছে ১-২ গোলে হেরে। কোয়ার্টার ফাইনালে আশা টিকিয়ে রাখতে গতকাল জয় ছাড়া বিকল্প কোনো পথ ছিল তাদের। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে অলিম্পিকের সাবেক সোনা জয়ী দল। লিও স্টেডিয়ামে আর্জেন্টিনা গ্রুপপর্বের ম্যাচে ৩-১ গোলে হারিয়েছে ইরাককে। বিজয়ী দলের হয়ে গোল করেছেন থিয়াগো আলমাদা, লুসিয়োনো গুনদো ও ইগনাসিও ফার্নান্দেজ। ইরাকের হয়ে সমতা আনা গোলটি করেন আইমান হোসেন।
ম্যাচে ১৩ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। হুলিয়ান আলভারেজের বাড়ানো বল থেকে জালে বল পাঠান আলমাদা। প্রথমার্ধে যোগ করা সময়ে ম্যাচে সমতা নিয়ে আসে ইরাক। পেনাল্টি বক্সের ভিতর থেকে হেডে জালে বল পাঠান আইমান। ৬২ মিনিটে দ্বিতীয় গোল আদায় করে নেয় আর্জেন্টিনা। কেভিন জেননের ক্রস থেকে গোল করেন গুনদো। এগিয়ে থেকেও স্তস্তিতে ছিল না আর্জেন্টিনা। গুনদো, নিকোলাস ওতামেন্দি আর গিলিয়ানো সিমিওনেরা একের পর এক শট নিলেও ইরাকের রক্ষণভাগ ভাঙতে পারেননি। অবশেষে স্বস্তির তৃতীয় গোল আসে ৮৫ মিনিটে। জেনেনের কাছ থেকে পাওয়া বক্সের বাইরে বল পেয়েছিলেন ফার্নান্দেজ। জোরালো শটে তিনি গোল করেন।