অলিম্পিক গেমস হকিতে ৪৪ বছরেও ফাইনালে উঠতে পারেনি ভারত। তবে এবারের গেমসে ভারতের শুরুটা হয়েছে জয়ে। শনিবার গ্রুপের প্রথম ম্যাচে তারা ৩-২ গোলে নিউজিল্যান্ডকে পরাজিত করে। প্রথম কোয়ার্টারে স্যামলেনের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। বিরতির পাঁচ মিনিট আগে ম্যাচে সমতায় ফিরে ভারত। সনদীপ সিং গোলটি করেন। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই বিবেক সাগর প্রসাদের গোলে এগিয়ে যায় ভারত। চতুর্থ কোয়ার্টারে আবার গোল খেয়ে বসে সাবেক চ্যাম্পিয়নরা। সাইমন চাইলন্ড গোলটি করেন। শেষ পর্যন্ত জয়ে স্বস্তি নিয়ে মাঠ ছাড়েন হরমনপ্রিতরা। একেবারে শেষ দিকে পেনাল্টি স্ট্রোকে হরমনপ্রিত মূল্যবান গোলটি করেন।