লিও মারশা। ২২ বছরের ফরাসি তরুণ। প্যারিস অলিম্পিক শুরু হওয়ার আগেই তার ঝুলিতে ছিল পাঁচটি বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনা। ২০২২ সালে বুদাপেস্ট চ্যাম্পিয়নশিপে দুটি এবং ২০২৩ সালে ফুকুকা চ্যাম্পিয়নশিপে তিনটি সোনার পদক জয় করেন মারশা। ফ্রান্সে তিনি অলিম্পিকের আগেই বেশ জনপ্রিয়তা পেয়ে যান। কিন্তু সারা বিশ্ব তখনো ভালোভাবে তার পরিচয় পায়নি। প্যারিস অলিম্পিকে সাঁতারের লড়াই শুরু হতেই বিশ্বজুড়ে…