টোকিও অলিম্পিকে জিমন্যাস্টিকসের ভল্ট ইভেন্টে সোনার পদক জেতা ব্রাজিলের মেয়ে রেবেকা অ্যান্ড্রেড এবার ফ্লোর এক্সারসাইজে সিমোন বাইলসকে হারিয়ে সোনার পদক জিতলেন। বাইলস রূপা এবং জর্ডান চিলিস ব্রোঞ্জ পদক জয় করেছেন।
প্যারিস অলিম্পিকে মেয়েদের ৮০০ মিটার অ্যাথলেটিকসে সোনার পদক জয় করেছেন ব্রিটেনের কিলি হজকিনসন। তিনি ফাইনালে ১ মিনিট ৫৬.৭২ সেকেন্ড টাইমিং করেছেন। এই ইভেন্টে ইথিওপিয়ার ডুগুমা রূপা এবং কেনিয়ার মোরা ব্রোঞ্জ পদক জয় করেছেন।
সার্ফিংয়ের শর্টবোর্ডে সোনার পদক জয় করেছেন যুক্তরাষ্ট্রের মেয়ে ক্যারোলিন মার্কস। ফাইনালে তিনি ১০.৫০ পয়েন্ট সংগ্রহ করে সেরা হয়েছেন। এই ইভেন্টে ব্রাজিলের মেয়ে তাতিয়ানা ওয়েস্টন ওয়েব ১০.৩৩ পয়েন্ট সংগ্রহ করে রূপা জয় করেছেন।