অলিম্পিকে মেয়েদের ম্যারাথনে সোনার পদক জয় করেছেন নেদারল্যান্ডসের সিফান হাসান। তিনি অলিম্পিক রেকর্ড গড়েছেন ম্যারাথনে। ২ ঘণ্টা ২২ মিনিট ৫৫ সেকেন্ড টাইমিং করেছেন সিফান। এ ইভেন্টে ইথিওপিয়ার আসেফা রুপা এবং কেনিয়ার হেলেন ব্রোঞ্জ পদক জয় করেছেন। সিফান টোকিও অলিম্পিকে ৫ হাজার ও ১০ হাজার মিটারে সোনার পদক জয় করেন।