প্রথম দিন পাকিস্তান শাহিনসের বোলিং চাপে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল বাংলাদেশ ‘এ’। ইসলামাবাদে গতকাল স্বাগতিক দলের দুই ব্যাটার উমর আমিন ও সৌদ শাকিলের ব্যাটিংয়ে কোণঠাসা হয়ে পড়েছে এনামুল বাহিনী। দ্বিতীয় দিন শেষে ম্যাচের চিত্র এমন যে, চার দিনের ম্যাচ শতভাগ হেলে পড়েছে স্বাগতিকদের দিকে। হারের শঙ্কায় পড়েছে বাংলাদেশ ‘এ’। উমর আমিনের ১৭৭ রানে ভর করে পাকিস্তান ৪ উইকেটে ৩৬৭ রান করেছে। এনামুল বাহিনী প্রথম দিন ৪৪.৩ ওভারে মাত্র ১২২ রানে অলআউট হয়েছিল। ২৪৫ রানে এগিয়ে থেকে আজ তৃতীয় দিন ব্যাটিংয়ে নামবে শাহিনস। প্রথম দিন এনামুল বাহিনীকে অলআউট করে ব্যাটিংয়ে নেমেছিল স্বাগতিকরা। বিনা উইকেটে ২ রান তুলেছিল। গতকাল আরও ৩৬৫ রান যোগ করে। ‘এ’ দল প্রথম সাফল্য পায় স্বাগতিকদের ১১ রানে। ওপেনার সাইম আইয়ুবকে সাজঘরে ফেরান তানজিম হাসান। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে মোহাম্মদ হুরায়রার সঙ্গে ৯৬ রান যোগ করেন উমর। লাঞ্চের পর ফের আঘাত হানেন অফ স্পিনার নাঈম হাসান। হুরায়রা আউট হন ৩৯ রানে। ওপেনার উমর ও অধিনায়ক সৌদ শাকিল তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ১৯৫ রান। সৌদ শাকিল সাজঘরে ফেরেন ব্যক্তিগত ৭৬ রানে। ১৩২ বলের ইনিংসটিতে ছিল ৯টি চার। উমর আউট হন ব্যক্তিগত ১৭৭ রানে। ডান হাতি ওপেনারের প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৩২তম সেঞ্চুরি। ২১১ বলের সেঞ্চুরির ইনিংসটিতে ছিল ২৩টি চার ও ৩টি ছক্কা। কামরান গুলাম ৬৩ বলে ২০ ও সাদ খান ৩৯ বলে ৩১ রানে ব্যাটিং করছিলেন দ্বিতীয় দিন শেষে। পাকিস্তান সফরে বাংলাদেশ ‘এ’ ইসলামাবাদে আরও একটি চার দিনের ম্যাচ খেলবে। এ ছাড়া ৩টি ওয়ানডেও খেলবে এ-দল। পাকিস্তানের বিপক্ষে জাতীয় দল দুটি টেস্ট খেলতে এখন লাহোরে অনুশীলন করছে।