ক্রিকেট উন্নয়নে কাজ করতে চেয়েছিলেন নন্দিত ক্রিকেটার মোহাম্মদ রফিক। অথচ নাজমুল হাসান পাপনের নেতৃত্বে বিসিবি তাকে গুরুত্বই দেয়নি। আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। ক্রিকেট বোর্ড সভাপতিও এখন লাপাত্তা। তাই যে কোনো সময় ক্রিকেট বোর্ড ভেঙেও যেতে পারে। ক্রিকেট ইতিহাসে দেশের এ সেরা স্পিনার এক মিডিয়াকে বলেছেন, নতুন কমিটি এলে আমি ক্রিকেট উন্নয়নে কাজ করতে চাই। প্রয়োজনে বিনা পারিশ্রমিকে কাজ করব।
তবু ক্রিকেটের পাশে থাকতে চাই। অবসর নেওয়ার পর বিভিন্ন ক্লাবে স্পিন কোচের দায়িত্ব পালন করলেও জাতীয় দলে নেই। আফসোস এখন দূর করতে চান।
দেশের সেরা তিন গোলরক্ষকের নাম বলতে গেলে ছাইদ হাসান কাননের নাম আসবেই। আওয়ামী লীগ সরকার পতনের ক্রীড়াঙ্গনে পরিবর্তনের হাওয়া বইছে। প্রতিদিনই এ নিয়ে আন্দোলন চলছে। কানন বলেন, ‘সরকার আসে সরকার যায়। কিন্তু ক্রীড়াঙ্গনের কোনো অগ্রগতি নেই। বরং খেলাধুলা এখন অন্ধকারে নিমজ্জিত। এ থেকে বের হতে দরকার যোগ্য সংগঠক। যারা ক্রীড়াঙ্গনের নিবেদিত প্রাণ তাদেরই ফেডারেশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া উচিত। এ অঙ্গন থাকবে একেবারে রাজনীতিমুক্ত। অপমান সহ্য না করতে পেরে অনেক যোগ্য লোকই ক্রীড়াঙ্গন ছেড়ে গেছেন। তাদের আবার ফিরিয়ে আনতে হবে।’