বাংলাদেশ ও পাকিস্তান সব মিলিয়ে ১৩টি টেস্ট খেলেছে পরস্পরের বিপক্ষে। টাইগাররা হেরেছে ১২টি এবং একটি ড্র করেছে। দুই দল প্রথম টেস্ট খেলে ২০০১ সালে মুলতানে। এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশীপের টেস্টটিতে বাংলাদেশ হেরেছিল ইনিংস ও ২৬৪ রানে। সর্বশেষ টেস্ট খেলে মিরপুরে ২০২১ সালে।