বিশ্বকাপজয়ী জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নিউয়ার ৩৮ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন। বিদায়ের কথা ঘোষণা করে নিউয়ার বলেন, ‘আমার জন্য সিদ্ধান্তটা সহজ ছিল না। আমি শারীরিকভাবে খুবই ভালো আছি। ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলাটা আমার জন্য খুবই লোভনীয়। তবে আমি বুঝতে পেরেছি যে, এখনই সঠিক সময় অবসর নেওয়ার। বায়ার্ন মিউনিখে পুরো মনোযোগ দিতে চাই।’ ম্যানুয়েল নিউয়ার ২০১৪ সালে বিশ্বকাপ জয় করেন ব্রাজিলের মাটিতে। ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে তিনি দুর্দান্ত সব গোল সেভ করেন। সময়ের সেরা গোলরক্ষক হয়ে ওঠেন তিনি।