বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ চেয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলাররা। যদি তিনি পদত্যাগ না করেন তাহলে ক্রীড়াঙ্গনে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। এরপর তাঁকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দায়দায়িত্ব কেউ নেবে না বলে জানানো হয়েছে। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক গোলরক্ষক আমিনুল হকের নেতৃত্বে গতকাল বাফুফে ভবনে বিক্ষোভ ও মানববন্ধন করেন একঝাঁক সাবেক ফুটবলার। সঙ্গে ছিলেন বেশ কজন সংগঠক।
আমিনুল তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা কোনো জোর করব না, নিজের সম্মান বাঁচাতে সালাউদ্দিন ভাইয়ের কাছে অনুরোধ রাখছি আপনি আপনার পদ থেকে সরে দাঁড়ান। ২৪ ঘণ্টা সময় বেঁধে দিলাম। আমি বিশ্বাস করি আপনি আমাদের ডাকে সাড়া দেবেন। যদি না দেন, ক্রীড়াঙ্গনে আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করতে বাধ্য হব।’ আমিনুল বলেন, ‘আমরা চাই ক্রীড়াঙ্গন থাকবে দলীয়করণমুক্ত। মাঠের সংগঠকরাই ফুটবল বা অন্য ফেডারেশনে কাজ করবেন। অতীতের মৃত্যু ঘটিয়ে এখন থেকে ক্রীড়াঙ্গন পরিচালিত হবে স্বচ্ছভাবে। ভোটের নামে আর প্রহসন হতে দেব না। যোগ্য সংগঠকদের মূল্যায়ন করা হবে।’ অ্যাথলেটিকস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম বলেন, ‘ফুটবলের বৃহত্তর স্বার্থে সালাউদ্দিনের পদত্যাগ চাই। অনেক ধৈর্য ধরা হয়েছে। এখন আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে সভাপতির দায়িত্ব ছাড়তে হবে, না হলে ক্রীড়াঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।’ জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ, রুম্মন ওয়ালী বিন সাব্বির, ছাঈদ হাছান কানন, আলফাজ আহম্মেদসহ অন্যরাও বিক্ষোভে অংশ নেন।