টি-২০ ক্রিকেটে সর্বনিম্ন যে ৫টি স্কোর রয়েছে, তার তিনটিই মঙ্গোলিয়ার। সর্বনিম্ন স্কোরও মঙ্গোলিয়ার। দেশটি গতকাল বাঙ্গিতে ১০ ওভারে ১০ রানে গুটিয়ে গেছে। ১১ রানের টার্গেট সিঙ্গাপুর টপকে গেছে মাত্র ৫ বলে। আইসিসি সহযোগী দেশগুলোর ম্যাচকে আন্তর্জাতিক ক্রিকেটের স্বীকৃতি দেওয়ার পর থেকে একের পর এক রেকর্ড হচ্ছে। মঙ্গোলিয়া গতকাল ১০ রানে অলআউট হয়েছে। এর আগে আইল অফ ম্যান ৮.৪ ওভারে ১০ রানে অলআউট হয়েছিল স্পেনের কাছে। গতকাল বাঙ্গিতে মঙ্গোলিয়ার ১০ রানের ২ রান ছিল অতিরিক্ত। শূন্য রান করেছেন পাঁচজন। সর্বোচ্চ ২ রান করেন গেন্ডেনবেরেন গ্যানবোল্ড ও ঝোলজাভালখান। সিঙ্গাপুরের হার্শা ভারদাওয়াজ ৬ উইকেট নেন একাই। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এটা দ্বিতীয় সেরা বোলিং। তার স্পেল ৪-২-৩-৬। স্বীকৃতি আন্তর্জাতিক ক্রিকেটসেরা বোলিং মালয়েশিয়ার সিয়াজরুল ইদ্রুসের ৮ রানে ৭ উইকেট। সিঙ্গাপুরের আক্সায় পূরীর স্পেল ৪-১-৪-২। রাহুল শেষাধারীর স্পেল ১-০-২-১ এবং রমেশ কালিমুথুর স্পেল ১-০-১-১। সিঙ্গাপুর ম্যাচটি জেতে ৯ উইকেটে। টি-২০ বিশ্বকাপের এশিয়া অঞ্চলে বাছাইপর্বের ম্যাচ ছিল এটি। মঙ্গোলিয়া এর আগে ১২ রানে জাপান এবং ১৭ রানে হংকংয়ের কাছে অলআউট হয়েছিল।