ঘরোয়া ফুটবল মাঠে নামাতে আজ পেশাদার লিগ কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। বাফুফে সহসভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বৈঠকে ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বসবেন। মূল এজেন্ডা নতুন মৌসুম শুরুর শিডিউল ঠিক করা। প্রশ্ন হচ্ছে-আজকের সভা থেকে চূড়ান্ত কোনো ফল পাওয়া যাবে? কেননা ক্লাবগুলোর সম্মতিতেই বাফুফের প্রাথমিক সিদ্ধান্ত ছিল ৪ অক্টোবর চ্যালেঞ্জ কাপ দিয়েই মৌসুম শুরু হবে। ৮ অক্টোবর ফেডারেশন কাপের পাশাপাশি ১১ অক্টোবর পেশাদার লিগের পর্দা উঠবে।
আজ সেই শিডিউল চূড়ান্ত করার কথা থাকলেও তা বাস্তবে রূপ দেওয়ার সম্ভাবনা ক্ষীণই বলা যায়। কেননা মোহামেডানসহ কয়েকটি ক্লাব এখনই মাঠে নামতে প্রস্তুত না বলে বাফুফের কাছে চিঠি দিয়েছে। লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান চিঠির কথা স্বীকারও করেছেন। ক্লাবগুলো বলেছে, যেখানে তারা অনুশীলনই শুরু করতে পারেনি সেখানে মাঠে নামা অসম্ভব। ছয় সপ্তাহ সময় চেয়েছে ক্লাবগুলো। এতে খেলোয়াড়রা নিজেদের গুছিয়ে নিতে পারবেন। অনুশীলন ছাড়া মাঠে নামা মানেই দলের ক্ষতি ডেকে আনা তা বলেছেন মোহামেডানের ঊর্ধ্বতন কর্মকর্তা আবু হাসান চৌধুরী প্রিন্স। ঢাকা আবাহনীরও অভিন্ন মত।
ছয় সপ্তাহ মানে দেড় মাস। যদি ক্লাবগুলোর দাবি মানা হয় তাহলে নভেম্বরের আগে ফুটবল মৌসুম শুরু করা সম্ভব নয়। এরপর আবার বসুন্ধরা কিংসের এএফসি চ্যালেঞ্জ লিগে অংশগ্রহণ ও জাতীয় দলের প্রীতি ম্যাচের ব্যাপারও জড়িয়ে আছে। ২৬ অক্টোবর বাফুফের নির্বাচন হওয়ার কথা থাকলেও তা নাকি পিছিয়ে যাচ্ছে। ফলে ফুটবল কবে মাঠে নামবে বলা যায় না। আজকের বৈঠকে বিষয়গুলো নিয়ে আলোচনা হতে এতে সন্দেহ নেই। তবে বড় যে সমস্যা হবে তা ভেন্যু ঘিরেই। কেননা ক্লাবগুলো আগেই জানিয়ে দিয়েছে এবার দূরের কোনো জেলায় খেলা সম্ভব নয়। এখানে অর্থ ও দেশের বর্তমান পরিস্থিতির ব্যাপার রয়েছে।
গোপালগঞ্জ, রাজশাহী ও মুন্সীগঞ্জে এবার লিগ হচ্ছে না তা নিশ্চিত। ক্লাবগুলো চাচ্ছে ঢাকার আশপাশের জেলায় খেলতে। ম্যাচে অংশ নিয়েই যেন ফিরে আসা যায়। ১০টি ক্লাব এবার লিগে অংশ নেবে। বসুন্ধরা কিংসের নিজস্ব ভেন্যু বলেই তারা কিংস অ্যারিনাতেই হোম ম্যাচ খেলবে। ফটিস এএফসিরও হোম ভেন্যু কিংস অ্যারিনা। বাকি আট ক্লাব কি তাদের হোম ভেন্যু চিহ্নিত করতে পেরেছে? মোহামেডান, আবাহনী দুই দল চাচ্ছে কুমিল্লার ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ব্যবহার করতে। পুলিশ এফসি তাদের হোম ভেন্যু হিসেবে ময়মনসিংহ রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম বেছে নিতে পারে। ব্রাদার্স ইউনিয়ন, রহমতগঞ্জ, চট্টগ্রাম আবাহনী ও নতুন দুই ক্লাব ইয়ংমেন্স ফকিরেরপুল ওয়ান্ডারার্সের ভেন্যু কোথায় হবে? মানিকগঞ্জ ও গাজীপুরের কথা শোনা যাচ্ছে। মোট কথা ভেন্যু এবার লিগে বড় জটিলতা হয়ে দাঁড়াতে পারে। তবে লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান এ নিয়ে বিচলিত নন। তাঁর কথা, ‘সমস্যা তৈরি হয় সমাধানের জন্য। আশা করি সবার ঐকমত্যে তা কাটানো সম্ভব হবে।’