লা লিগায় একের পর এক ম্যাচ জিতছে বার্সোলোনা। অথচ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শুরুতেই বড় ধাক্কা। রিয়াল মাদ্রিদ দুর্দান্ত জয়ে শুরু করলেও আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সা হার দিয়েই চ্যাম্পিয়ন্স লিগে যাত্রা করল। বৃহস্পতিবার তারা অ্যাওয়ে ম্যাচে ২-১ গোলে হেরেছে মোনাকোর কাছে। চলতি মৌসুমে এটিই তাদের প্রথম হার। লা লিগায় টানা পাঁচ ম্যাচেই জয় পেয়েছে তারা। ম্যাচের ১০ মিনিটেই বড় ধাক্কা খায় বার্সা। বক্সের একটু বাইরে তাকুসি মিনামিনোকে পেছন থেকে ফাউল করলে সরাসরি লালকার্ড দেখেন ডিফেন্ডার এরিক গার্সিয়া। ১০ জনের দলে পরিণত হলে বার্সা বেসামাল হয়ে পড়ে।
১৬ মিনিটে গোল করে এগিয়ে যায় মোনাকো। ডানদিক দিয়ে বক্সে ঢুকে দুই পাশে ছড়িয়ে থাকা কয়েক খেলোয়াড়ের মাঝ দিয়ে নিচু শটে জালে বল পাঠান ফরাসি মিডফিল্ডার মানসা। ২৮ মিনিটে ম্যাচে চমৎকার গোল করে সমতা ফেরান ইয়ামার। চ্যাম্পিয়ন্স লিগে এটিই তার প্রথম গোল। ১-১ গোলে ম্যাচ যায় বিরতিতে। দ্বিতীয়ার্ধে বদলি নেমে মোনাকোর দ্বিতীয় গোল করেন জর্জ ইলেনিখেনা। শেষ পর্যন্ত জিতেই মাঠ ছাড়ে মোনাকো। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে তিন ম্যাচে মোনাকোর এটি প্রথম জয়। এর আগে ১৯৯৩-৯৪ মৌসুমে গ্রুপ পর্বের খেলায় বার্সা জিতেছিল ২-০ ও ১-০ ব্যবধানে। শুরুতে হারলেও চ্যাম্পিয়ন্স লিগে এবার বার্সা কতদূর যায় সেটাই এখন দেখার বিষয়। কেননা এর আগেও হারে শুরু হলেও বার্সার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড রয়েছে।