কোরিয়া ওপেনে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন ব্রিটিশ মেয়ে এমা রাডুকানু। শেষ ষোলোতে তিনি ৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন চীনের ইউ ইউয়ানকে। কোয়ার্টার ফাইনালে ড্যারিয়া কাসাতকিনার মুখোমুখি হবেন রাডুকানু। ক্যারিয়ারে একটাই ট্রফি জয় করেছেন তিনি। ২০২১ সালে ইউএস ওপেনে পরাজিত করেন কানাডার লেয়লাহ ফার্নান্দেজকে। এরপর আর কোনো ট্রফিই জিততে পারেননি তিনি। মাঝখানে দীর্ঘদিন ইনজুরির কারণে কোর্টের বাইরে ছিলেন। এরপর ফিরেও খুব একটা সুবিধা করতে পারছেন না এই ব্রিটিশ মেয়ে।