আইসিসি নারী টি-২০ বিশ্বকাপে আজ সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মেয়েরা স্কটল্যান্ডকে হারিয়ে দীর্ঘ ১০ বছরের জয়খরা দূর করেছে। সামনের ম্যাচগুলোতেও ভালো ফল করার প্রত্যয় আছে নিগার সুলতানাদের মধ্যে। তবে প্রতিপক্ষ বেশ কঠিন। ২০০৯ সালে অনুষ্ঠিত প্রথম টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ইংলিশ মেয়েরা। এরপর আরও তিনবার ফাইনাল খেলেছে ইংল্যান্ড। এমন এক দলের বিপক্ষেই খেলতে নামছে বাংলাদেশের মেয়েরা। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বিকাল ৪টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা প্রথমবার টি-২০ ম্যাচ খেলে ২০১৪ সালের মার্চে। সেবার সিলেটে ৭৯ রানের বড় ব্যবধানে জয় পায় ইংলিশ মেয়েরা। ইংল্যান্ডের ১৩৭ রানের জবাবে বাংলাদেশ অলআউট হয়েছিল মাত্র ৫৮ রানে। এরপর ২০১৬ সালে বেঙ্গালুরুতে ফের মুখোমুখি হয় দুই দল। এবারও ইংল্যান্ড জয় পায় ৩৬ রানে। ইংলিশ মেয়েদের ১৫৩ রানের জবাবে বাংলাদেশ করে ১১৭ রান। ২০১৮ সালের নভেম্বরে গ্রস আইলেটে শেষবার টি-২০ ক্রিকেটে লড়াইয়ে নামে বাংলাদেশ ও ইংল্যান্ডের মেয়েরা। সেবার বাংলাদেশ ৭৬ রান করে। ডিএল মেথডে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ৬৪। তারা ৯.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় তিন উইকেট হারিয়ে। গত ছয় বছরে আর টি-২০ ক্রিকেটে দেখা হয়নি দুই দলের। দীর্ঘদিন পর ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে কী করবেন নিগাররা! জয়ের আশা নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।