সাফ নারী চ্যাম্পিয়নশিপে এ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। আজ বিকালে ম্যাচটি অনুষ্ঠিত হবে নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে।
সাফ নারী চ্যাম্পিয়নশিপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা। ২০২২ সালের সেপ্টেম্বরে নেপাল থেকেই চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছিলেন সাবিনা খাতুনরা। আরও একবার সাফের সেরা হওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা করেছেন তারা। পারবেন কি শিরোপা ধরে রাখতে! অনুশীলনের সময় খুব একটা পাননি। প্রীতি ম্যাচও খেলার সুযোগ হয়নি দলটির। তারপরও লক্ষ্য বেশ বড়। এই লক্ষ্য পূরণে প্রথম বাধা গ্রুপ পর্ব। এ গ্রুপে পাকিস্তান ছাড়াও বাংলাদেশকে খেলতে হবে ভারতের বিপক্ষে। গতবার গ্রুপ পর্বে ভারত ও পাকিস্তান দুই দলকেই হারিয়েছিলেন সাবিনা খাতুনরা। পাকিস্তানকে হারিয়েছিলেন ৬-০ গোলে। ভারতের জালে দিয়েছিলেন ৩ গোল। দুই ম্যাচেই অক্ষত ছিল বাংলাদেশের গোলবার।
এবারও কি পারবেন সাবিনা খাতুনরা? ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ভারত ৫-২ গোলে হারিয়েছে পাকিস্তানকে। আজ বাংলাদেশ জিততে পারলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে সাবিনাদের। পরের ম্যাচে কেবল গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে নামবেন তারা। বাংলাদেশ-ভারত মুখোমুখি হবে ২৩ অক্টোবর।