দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অলরাউন্ডার জ্যাক ক্যালিস। তাকে বলা হয় ক্রিকেট বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন। তার সঙ্গে একসময় খেলেছেন অ্যাশওয়েল প্রিন্স। যিনি এখন দক্ষিণ আফ্রিকা দলের ব্যাটিং কোচ। প্রোটিয়াদের কোচিং স্টাফের সদস্য হয়ে প্রিন্স এখন বাংলাদেশ সফর করছেন। তিনি যখন মিরপুর টেস্টের প্রস্তুতি নিচ্ছেন দলকে নিয়ে, তখন সাকিব আল হাসানকে খেলানো, না খেলানোর পক্ষে-বিপক্ষে প্রতিবাদ জানাচ্ছেন শিক্ষার্থী ও সাকিব সমর্থকরা। সফরকারী দলের কোচ প্রিন্স গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সাকিবকে তুলনা করেন কিংবদন্তি ক্রিকেটার ক্যালিসের সঙ্গে, ‘অলরাউন্ডার হিসেবে সাকিব খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়, অনেকটা জ্যাক ক্যালিস আমাদের জন্য যেমন ছিল। সে যদি না খেলে, তাহলে দলে ভারসাম্য রাখাটা কঠিন হয়ে যায়। তখন আপনাকে সংশয়ে থাকতে হয়, আপনি বাঁহাতি স্পিনার খেলাবেন নাকি ব্যাটার খেলাবেন। ব্যাটিং-বোলিং মিলিয়ে এমন একজন অলরাউন্ডার পাওয়া কঠিন।’ বাংলাদেশের ক্রিকেটকে খুব ভালোভাবে চেনেন ও জানেন প্রোটিয়া কোচ। বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না প্রিন্স, ‘আমি যখন এখানে খেলেছি, কোচিং করিয়েছি, সেই দুই সময়ের মধ্যে বিরাট পার্থক্য। আমি যখন খেলেছি, তখন উইকেট বেশ শক্ত ছিল, একটা সময় স্পিন ধরত। যখন কোচিং করিয়েছি, তখন আবার উইকেটের নিচের অংশটা নরম ছিল। কাল যখন উইকেট দেখলাম, মনে হলো এখানে খুব বেশি ক্রিকেট ম্যাচ হয়নি। যে কারণে তাজা ঘাস আছে। এখন টেস্ট ম্যাচের দিন কতটা ঘাস থাকে আর থাকলেও সেটা কতটা প্রভাব ফেলবে, সেটাই দেখার ব্যাপার।’ দুই টেস্ট ম্যাচের সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা।