ম্যানচেস্টার ইউনাইটেডের অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। প্রিয় ক্লাবের সঙ্গে জড়িয়ে ছিলেন ওতপ্রোতভাবে। কোচের দায়িত্ব থেকে অবসরের পর ২০১৩ সাল থেকে ছিলেন ক্লাবের দূত হিসেবে। যার জন্য বছরে পেতেন ২০ লাখ পাউন্ড। অবশেষে ম্যানইউতে শেষ হচ্ছে ৮২ বছর বয়সি অ্যালেক্স ফার্গুসন যুগ। চলতি মৌসুমের শেষেই দলের গ্লোবাল অ্যাম্বাসাডরের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন অ্যালেক্স ফার্গুসন। তার সঙ্গে মাল্টি মিলিয়ন পাউন্ডের চুক্তি ছিন্ন করছে ম্যানইউর মালিকপক্ষ। গত কয়েক মৌসুমে টানা আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে প্রিমিয়র লিগ জায়ান্টদের। তাই ক্লাবের খচর কমাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে দলটি। তবে তার বিদায়ে দলে প্রভাব পড়বে বলে মনে করেন এরিক টেন হাগ। ইতোমধ্যে সমর্থকদের মধ্যে তথা ইংলিশ ফুটবলেও বেশ বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তবে যে কোনো প্রয়োজনে কিংবদন্তিকে ক্লাবের পাশে পাওয়া যাবে বলেই বিশ্বাস ম্যানইউ কোচের। কোচ হিসেবে দলকে মোট ৩৮টি ট্রফি এনে দেন অ্যালেক্স ফার্গুসন। তার প্রশিক্ষণে ইউনাইটেড ১৩ বার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয় এবং দুবার জেতে চ্যাম্পিয়ন্স লিগের খেতাব।