সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই শঙ্কায় পড়ে গিয়েছিলেন সাবিনা খাতুনরা। গতকাল নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হন বাংলাদেশের মেয়েরা। ম্যাচের শুরুর দিকেই পিছিয়ে পড়ে লাল-সবুজের জার্সিধারীরা। তবে শেষ মুহূর্তের গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই ড্রয়েই সেমিফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখলেন সাবিনা খাতুনরা। পরের ম্যাচে ভারতের বিপক্ষে ড্র করলেই নিশ্চিত সেমিফাইনাল। ২-০ কিংবা তার কম ব্যবধানে হারলেও শেষ চারে খেলবেন বাংলাদেশের মেয়েরা।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নেপালে খেলছে বাংলাদেশ। দুই বছর আগে এই নেপালেই শিরোপা জিতে বাড়ি ফিরেছিলেন সাবিনারা। আরও একবার সাফের সেরা হওয়ার প্রত্যয় নিয়েই যাত্রা করেছেন তারা। তবে গতকাল ম্যাচের শুরুতেই বড় শঙ্কায় পড়ে যায় দলটা। ম্যাচের ৩২ মিনিটে বাংলাদেশের ডিফেন্ডারদের ভুলে বল পেয়ে গোল করেন পাকিস্তানের জাহমিনা সামিন মালিক। এর পর সাঁড়াশি আক্রমণ করে বাংলাদেশের মেয়েরা। গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ করেন সাবিনা খাতুনরা। তবে গোল পাচ্ছিলেন না তারা। ম্যাচের শেষ মুহূর্তে যোগ করা সময়ে গোল করে দলকে সমতায় ফেরান শামসুন্নাহার জুনিয়র। এই ড্রয়েই টিকে থাকল বাংলাদেশ। গতকাল হারলেই বিপদ হতো। পরের ম্যাচে ভারতের বিপক্ষে জিততেই হতো। তবে ড্রয়ের ফলে সেমিফাইনাল খেলার আশা ভালোভাবেই বাঁচিয়ে রাখলেন সাবিনারা। ২৩ অক্টোবর ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে গ্রুপ পর্বের শীর্ষে থেকেই সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। ড্র করলে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ চারে খেলবেন সাবিনারা। ২-০ বা তার কম ব্যবধানে জিতলেও গ্রুপ পর্বের বাধা পাড়ি দেবেন তারা।