ঘরে নয়, নতুন মৌসুমে গড়া বসুন্ধরা কিংস প্রথম ম্যাচ খেলবে বিদেশের মাটিতে। ফুটবলে বাংলাদেশ চ্যাম্পিয়নরা এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে আজই ভুটানের রাজধানী থিম্পুতে যাচ্ছে। ‘এ’ গ্রুপে পেশাদার লিগে টানা পাঁচবারের চ্যাম্পিয়নরা ২৬ অক্টোবর প্রথম ম্যাচে মুখোমুখি হবে লেবানন ক্লাব নেজমাহ এফসির বিপক্ষে। ২৯ এপ্রিল ভারতের ইস্টবেঙ্গল ও ১ নভেম্বর গ্রুপের শেষ ম্যাচে তারা ভুটানের প্যারো এফসির মুখোমুখি হবে। পেশাদার ফুটবলে অভিষেকের পর কিংস টানা চারবার এএফসি কাপ খেলেছে। তবে কখনো পরের রাউন্ডে যেতে পারেনি। এএফসি র্যাঙ্কিংয়ে অবস্থানের কারণে এবার এক ধাপ নিচে নেমে কিংসকে চ্যালেঞ্জ লিগ খেলতে হচ্ছে। বাংলাদেশের আর কোনো ক্লাব এবার এএফসি কাপের কোনো টুর্নামেন্ট নেই। নতুন মৌসুমে কিংসের নতুন কোচ ভ্যালেরিউ তিতা। ভুটানেই রোমানিয়ান এ কোচের অভিষেক হবে। অস্কার ব্রুজোনের বদলে তিতা দায়িত্ব পেয়েছেন। গতকাল টুর্নামেন্ট ঘিরে বসুন্ধরা কিংস অ্যারিনায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কোচ তিতা মূলত চ্যালেঞ্জ লিগে কিংসের লক্ষ্য নিয়ে কথা বলেন। গ্রুপ পর্ব পেরিয়ে পরবর্তী রাউন্ডে যাওয়া কি সম্ভব? তিতা বলেন, ‘তিন প্রতিপক্ষকেই আমরা সমান গুরুত্ব দিচ্ছি।’
আমি বিশ্বাস করি সবারই টার্গেট গ্রুপ চ্যাম্পিয়ন। আমরা ছক এঁকেই প্রতিটি ম্যাচ লড়ব। প্রস্তুতি অবশ্যই ভালো হয়েছে। টিম ম্যানেজমেন্টের সহযোগিতা পেয়েছি। সবচেয়ে বড় কথা একাধিক প্রস্তুতি ম্যাচ খেলে আমরা পজিশন ঝালাই করেছি। যা আমাদের শক্তির টনিক হিসেবে কাজ করবে। মিশন অবশ্যই নাম্বার ওয়ান। তবে সবকিছুই নির্ভর করছে পারফরম্যান্সের ওপর।