ক্রিকেটে নিউজিল্যান্ড বেশ শক্তিশালী এক দল। বিশ্বকাপের সেমিফাইনালে তাদের নিয়মিতই দেখা যায়। তবে দেশটির ছেলেরা কখনোই বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি। ২০১৯ সালে ফাইনাল খেললেও নাটকীয়ভাবে হেরে যায়। ছেলেরা না পারলেও নিউজিল্যান্ডের মেয়েরা বিশ্বকাপের ট্রফি উপহার দিল সমর্থকদের। গতকাল দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত আইসিসি নারী টি-২০ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩২ রানে হারিয়েছে নিউজিল্যান্ডের মেয়েরা। ছেলেদের মতোই ব্যর্থতার পরিচয় দিল দক্ষিণ আফ্রিকার মেয়েরা।
গতকাল ফাইনালে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট। শুরুতে উইকেট হারালেও রানের গতি কমতে দেয়নি কিউই মেয়েরা। দলটির পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন অ্যামেলিয়া কর। এ ছাড়া ব্রুক হ্যালিডে ৩৮, সুজি বেটস ৩২ রান করেন। নিউজিল্যান্ড ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫৮ রান। দক্ষিণ আফ্রিকার পক্ষে এমলাবা ২টি এবং খাকা, ট্রাইওন ও ক্লার্ক ১টি করে উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে প্রোটিয়া মেয়েরা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ১২৬ রান। দলটির পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন অধিনায়ক লরা উলভার্ট। এ ছাড়া তাজমিন ১৭ ও ট্রাইওন ১৪ রান করেন। নিউজিল্যান্ডের পক্ষে ৩টি করে উইকেট শিকার করেন অ্যামেলিয়া কর ও রোজমেরি মায়ার। এ ছাড়া ১টি করে উইকেট শিকার করেন ইডেন কারসন, জোনাস ও হ্যালিডে। টুর্নামেন্টে ১৫টি উইকেট শিকার করার পাশাপাশি ১৩৫ রান করে সেরা ক্রিকেটারের পুরস্কার জয় করেন অ্যামেলিয়া কর। ফাইনালে ৪৩ রান করার পাশাপাশি ৩টি উইকেট শিকার করে সেরা হন তিনিই।