সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) ২০২৫ সালে নির্ধারিত সব টুর্নামেন্ট স্থগিত করেছে। আগামী ফেব্রুয়ারিতে সাফ নারী অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল। এই টুর্নামেন্ট এখন অনিশ্চিত হয়ে গেল। এছাড়াও অন্যান্য সাফ টুর্নামেন্ট আপাতত স্থগিত করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল সংবাদমাধ্যমে বলেছেন, ‘আমাদের কিছু সিডিউল এএফসির সঙ্গে সমন্বয় করতে হবে। এএফসি ২০২৫ সালের ক্যালেন্ডার পুর্ননির্ধারণ করার পর আমরা সাফের খেলাগুলোর তারিখ আবার নির্ধারণ করব। তাই আমরা আগামী বছরের নির্ধারিত সব টুর্নামেন্ট স্থগিত করেছি।’
অনূর্ধ্ব-২০ নারী সাফের জন্য এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। এবার সেই প্রস্তুতিতেও হয়তো ভাটা পড়বে!