একটু বেশি বাউন্স, একটু বেশি গতিশীল উইকেটে ব্যাটিং করতে টাইগার ক্রিকেটারদের যেখানে নাভিশ্বাস ওঠে, সেখানে উইকেটে সৌম্য সরকার অনায়াসে হুক, পুল, ফ্লিক, ড্রাইভ শটগুলো খেলেন। যখন ব্যাটিং করেন, তাঁর চেয়ে দৃষ্টিনন্দন আর কোনো ব্যাটার নেই টাইগার স্কোয়াডে। দারুণ প্রতিভাবান ক্রিকেটার। তার পরও ছন্দ হারিয়ে জাতীয় দলে আসা-যাওয়ার মিছিলে লেখানো সবার ওপরের নামটি বাঁ হাতি ব্যাটার সৌম্য। ওপেন থেকে মিডল অর্ডারÑদলের প্রয়োজনে সব পজিশনে খেলেন। আজ শুরু হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সৌম্য খেলবেন। তার আগে তিনি রংপুর রাইডার্সের পক্ষে গায়ানায় খেলেছেন গ্লোবাল টি-২০ সুপার লিগ। ফাইনালে তাঁর অবিশ্বাস্য ব্যাটিংয়ে রংপুর চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়ার বিগব্যাশ দল ভিক্টোরিয়াকে হারিয়ে। হারিয়েছে ৫৬ রানে। বাংলাদেশের প্রথম দল হিসেবে বিশ্বমঞ্চে এটাই কোনো শিরোপা জয়। ফাইনালে রংপুর ২০ ওভারে ৩ উইকেটে ১৭৮ রান করে। সৌম্য ও আরেক ওপেনার স্টিভ টেইলর ১৪ ওভারে ১২৪ রানের ভিত দেন। টেইলর ৪৯ বলে ৪ চার ও ৪ ছক্কায় ৬৮ রান করেন। কিন্তু ম্যাচ-সেরা সৌম্য ৮৬ রানের আলোঝলমলে ইনিংসটি খেলেন ৫৪ বলে ৭ চার ও ৫ ছক্কায়। সৌম্য শুধু ফাইনালের সেরা ক্রিকেটারই হননি, টুর্নামেন্ট-সেরাও হয়েছেন। পাঁচ ম্যাচে ২ হাফসেঞ্চুরিতে ১৮৮ রান করে টুর্নামেন্ট-সেরা হয়েছেন সৌম্য। প্রথম ম্যাচে হ্যাম্পশায়ারের বিরুদ্ধে ২০ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৭, ভিক্টোরিয়ার বিরুদ্ধে ৪২ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫১, গায়ানা অ্যামাজনের বিরুদ্ধে ৩ বলে ২, লাহোর কালান্দার্সের বিরুদ্ধে ১৩ বলে ৩ চার ও ১ ছক্কায় ২২ রান করেন। আসরে তিনি ছক্কা মেরেছেন ৯টি এবং চার মেরেছেন ১৭টি।
শিরোনাম
- বেনজীর-ইমরানসহ ১০৩ জনের বিরুদ্ধে অধিকতর তদন্তের নির্দেশ
- টানা ১০ ম্যাচ জয়হীন থাকায় চাকরি হারালেন উলভস কোচ
- বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার-অপকৌশল দৃশ্যমান : তারেক রহমান
- অক্টোবরে এলো ৩১ হাজার ২১০ কোটি টাকার প্রবাসী আয়
- ডিগ্রী পাস ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
- ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২
- একটি গোষ্ঠী নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে : দুলু
- সুশাসন চাইলে সৎ ও যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে : মাসুদ সাঈদী
- ১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি: এ্যানি
- সিলেট সীমান্তে বিএসএফ’র অনুপ্রবেশ, স্থানীয়দের প্রতিরোধ
- মহাসড়কে বাইক প্রতিযোগিতা, প্রাণ গেল তরুণের
- পুঁজিবাজারে বেড়েছে লেনদেন
- সাতক্ষীরায় পচা মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড
- প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন
- রূপগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা
- জয়পুরহাটে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে বিএনপি নেতা
- রং মেশানো ডাল আমদানি ও বিক্রিতে নিষেধাজ্ঞা
- গাজীপুরে রনি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
- সিলেটের শ্রমিক নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ
- খিলগাঁওয়ে খাল থেকে মরদেহ উদ্ধার